dpdc bill payment by bkash


আপনারা যারা DPDC বিদ্যুৎ ব্যবহার করেন
কিভাবে আপনাদের বিকাশ একাউন্ট থেকে DPDC বিদ্যুৎ বিল দিবেন
বিস্তারিত আলোচনা করব।

প্রথমে আপনাদের বিকাশ অ্যাপটি ওপেন করবেন

ওপেন করার পর আপনাদের বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে লগইন করবেন

তারপর দেখতে পাবেন বিকাশ অ্যাপে পে-বিল অপশন
ওই অপশনে ক্লিক করবেন

ক্লিক করার পর দেখতে পাবেন ইলেকট্রিসিটি অপশন
ওই অপশনে ক্লিক করবেন

ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন
দেখতে পাবেন DPDC Postpaid ওই অপশনে ক্লিক করবেন

ক্লিক করার পর দেখতে পাবেন কাস্টমার নাম্বার
কাস্টমার নাম্বারটি আপনারা কোথায় পাবেন
আপনাদের যে DPDC বিদ্যুৎ বিলের কাগজটি আছে
সে কাগজটি আপনারা হাতে নিবেন

তারপর আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন কাস্টমার নম্বর কোথায় আছে খুঁজে বের করবেন

কাস্টমার নাম্বারটি আপনারা Enter Customer No অপশনে টাইপ করবেন

কাস্টমার নাম্বারটি টাইপ করার পর
প্রসেস টু পে এ অপশনে ক্লিক করবেন

ক্লিক করার পর আপনাদের বিদ্যুৎ বিল কত টাকা এসেছে সেই অ্যামাউন্টটি দেখতে পাবেন

তারপর আপনারা নিচে দেখতে পাবেন
ট্যাপ টু কন্টিনিউ ওই অপশনে ক্লিক করবেন
ক্লিক করার পর আপনাদের বিকাশ একাউন্টের
পিন নাম্বারটি টাইপ করবেন

তারপর কনফার্ম পিন ওই অপশনে ক্লিক করবেন
ক্লিক করার পর নিচে দেখতে পাবেন
ট্যাপ এন্ড হোল্ড টু পে-বিল ওই অপশনে চাপ দিয়ে
ধরে রাখবেন

তারপর আপনারা দেখতে পাবেন
পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে

এইভাবে আপনাদের বিকাশ একাউন্ট থেকে আপনাদের DPDC Postpaid বিদ্যুৎ বিল দিতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Previous Post
No Comment
Add Comment
comment url