গুগল ফটো আপনারা যারা ব্যবহার করেন, গুগল ফটো অ্যাপে নতুন অপশন অ্যাড হয়েছে, গুগল ফটো অ্যাপ দিয়ে এখন আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন সহজেই, কিভাবে গুগল ফটো অ্যাপ দিয়ে আপনাদের ফটো ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন সেই প্রসেসটি আপনাদের দেখাবো
১. প্রথমে আপনাদের ফোন থেকে গুগল ফটো অ্যাপ ওপেন করবেন
২. তারপর গুগল ফটো অ্যাপ দিয়ে আপনারা যে ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন সেই ফটো ওপেন করবেন
৩. তারপর আপনারা ইডিট অপশনে ক্লিক করবেন
৪. তারপর দেখতে পাবেন টুলস অপশন আপনারা সেই অপশনে ক্লিক করবেন
৫. তারপর দেখতে পাবেন ব্লার অপশন সেই অপশনে ক্লিক করবেন
৬. তারপর আপনারা দেখতে পাবেন আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে
৭. তারপর আপনারা ডান অপশনে ক্লিক করবেন
৮. তারপর দেখতে পাবেন সেভ কপি অপশন আপনারা সেই অপশনে ক্লিক করলেই আপনাদের ফটো গ্যালারীতে সেভ হয়ে যাবে
এই ভাবে আপনারা গুগল ফটো অ্যাপ দিয়ে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন
এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
Google Photos