Messenger Pin Remove

আপনারা যারা মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করেন কমবেশি আপনারা মেসেঞ্জারে পিন কোড সেট করেছেন মেসেঞ্জারে পিন কোড সেট করার পর যদি পিন কোড ভুলে যান তাহলে আপনারা কিভাবে মেসেঞ্জারে পিন কোড রিমুভ করবেন



১. প্রথমে আপনারা অ্যাপটি ওপেন করবেন



২. তারপর উপরে বামপাশে দেখতে পাবেন থ্রি ডট অপশন সেই অপশনে ক্লিক করবেন



৩. তারপর আবার উপরে ডানপাশে দেখতে পাবেন সেটিংস অপশন সেই অপশনে ক্লিক করবেন



৪. স্কল ডাউন করে নিচে আসবেন তারপর দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি আপনারা সেই অপশনে ক্লিক করবেন



৫. তারপর দেখতে পাবেন ইন্ড টু ইন্ড অপশন আপনারা সেই অপশনে ক্লিক করবেন



৬. তারপর আপনারা মেসেজ স্টোরেজ অপশনে ক্লিক করবেন 



৭. তারপর আপনারা দুইটা অপশন দেখতে পাবেন একটি রিসেট পিন আর একটি হলো ডিলিট অ্যান্ড টার্ন অফ সিকিউর স্টোরেজ অপশন
আপনারা যদি মেসেঞ্জারে নতুন পিন সেট করেন তাহলে রিসেট পিন অপশনে ক্লিক করে নতুন পিন সেট করবেন 
আর যদি আপনারা মেসেঞ্জারে পিন রিমুভ করেন তাহলে ডিলিট অ্যান্ড টার্ন অফ সিকিউর স্টোরেজ অপশনে ক্লিক করে মেসেঞ্জারের পিন রিমুভ করবেন 



আপনারা এই ভাবে মেসেঞ্জারের পিন রিমুভ এবং নতুন পিন সেট করতে পারবেন 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url